English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮ ২০:৪১
সূত্র:

ঢাকা-১৬ আসনের ছাত্রলীগের নির্বাচনী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেলেন গোপালগঞ্জের সাদ্দাম

ঢাকা-১৬ আসনের ছাত্রলীগের নির্বাচনী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেলেন গোপালগঞ্জের সাদ্দাম

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে সকল দলের নির্বাচনী প্রচার- প্রচারনা ও চলছে বেশ জাকজমক পূর্নভাবে। তাই এই নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সারা দেশে মোট ৩০০ টি আসনে নির্বাচনী সমন্বয়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা ১৬ আসনে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে গোপালগঞ্জ জেলার কৃতি সন্তান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সফল শিক্ষা ও পাঠচক্র সম্পাদক বি,এম সাদ্দাম হোসেন কে সমন্বয়ক নির্বাচিত করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ছাত্রলীগের দলীয় প্যাডে ১ জন সমন্বয়ক সহ মোট ১০ সদস্য বিশিষ্ট ঢাকা ১৬ আসনে বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির অনুমোদন দেয়া হয়।