English Version
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮ ২৩:৩৬
সূত্র:

উত্তরায় বহুতল ভবনে আগুন

উত্তরায় বহুতল ভবনে আগুন

রাজধানীর উত্তরায় একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ২৭/এ নম্বর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা দিয়ে একটি কাভার্ডভ্যান যাওয়ার সময় বিদ্যুতের তার ছিঁড়ে শর্টসার্কিট হয়ে ছয়তলার ভবনটির নিচতলায় আগুন লেগে যায়।

ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম আগুনের ঘটনা নিশ্চিত করে বলেন, আগুন প্রায় নিয়ন্ত্রণে রয়েছে। শর্টসার্কিট থেকে ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।