English Version
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮ ২০:০৩
সূত্র:

উত্তরায় বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

উত্তরায় বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরে একটি ভাড়া বাসা থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পুলিশ কর্মকর্তার নাম আজহারুল ইসলাম (৪৪)। তিনি চার দিন আগে কক্সবাজারের ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে যোগ দিয়েছেন। সেখান থেকে ছুটিতে ঢাকার উত্তরার বাসায় আসেন তিনি।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের খবরে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। পরে উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উত্তরায় ওই বাসায় তিন ছেলে-মেয়েসহ ভাড়া থাকেন তার স্ত্রী।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে পরিবারের পক্ষ থেকে থানায় ফোন করে আত্মহত্যার বিষয়টি জানানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি বিছানায় নামিয়ে রাখা হয়েছে টিআই আজহারুল ইসলামকে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, আজহারুল ইসলাম ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

কক্সবাজার জেলার এএসপি (ট্রাফিক) বাবুল বণিক জানান, চলতি সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া থেকে বদলি হয়ে এখানে যোগদান করেন ট্রাফিক ইন্সপেক্টর আজহারুল ইসলাম। ঢাকায় বদলির জন্য তিনি আবেদন করার কথা বলে ঢাকায় ছুটিতে যান। সকালে উত্তরা পশ্চিম থানা ও পরিবারের কাছ থেকে জানতে পারি তিনি আত্মহত্যা করেছেন।