English Version
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮ ১৫:৩১

গুলশানের সিলভার টাওয়ারে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক
গুলশানের সিলভার টাওয়ারে ভয়াবহ আগুন

রাজধানীর গুলশান ১ নম্বরে অবস্থিত সিলভার টাওয়ারের দশম তলায় আগুন লেগেছে। বুধবার দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, দুপুরে গুলশান ১ নম্বরে অবস্থিত সিলভার টাওয়ারের দশম তলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ছুঁটে যায়।

তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে একে একে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শী ইদ্রিস আলম বাংলাদেশ জার্নালকে বলেন, আমি সিলভা টাওয়ারের ১৮ তলায় অফিসের কাজে গিয়েছিলাম। সেখানে অবস্থানকালে হঠাৎ আগুন লাগার কথা জানতে পারি। পরে দ্রুত ভবনের পেছনের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসি।

এসময় তার সঙ্গে আরো অনেকেই ভবনটি থেকে বেরিয়ে আসেন বলেও জানান।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আরো কয়েকটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।