English Version
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮ ১৩:০৮

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

অনলাইন ডেস্ক
রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও অপর এক যুবক আহত হয়েছেন। নিহত যুবকের নাম রেদওয়ানুল কবির (৩০) ও আহতের নাম মো. মিঠুন (৩০)। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহানগর সেতুর কাছে দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই দুই যুবক। পুলিশ তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর রেদওয়ানুলকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির নাম রেদওয়ানুল কবির (৩০)। আহত ব্যক্তির নাম মো. মিঠুন (৩০)।

তাঁদের দুজনের বাড়ি রাজধানীর আদাবর এলাকায়। রেদওয়ানুলের বাবার নাম মান্নান কবির। মিঠুনের বাবার নাম নুরুল হক। দুর্ঘটনার কারণ জানা যায়নি। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশ দুটি ঢামেকের মর্গে রাখা হয়েছে।