English Version
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮ ১০:২৫

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

অনলাইন ডেস্ক
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীর মিরপুর ও বনানী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। নিহত তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।

মিরপুরের রুপনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হন। রোববার (১৪ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে, বনানী আর্মি স্টেডিয়ামের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকাল সোয়া ৭ টায় ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।