English Version
আপডেট : ১ অক্টোবর, ২০১৮ ১০:১৭

মিরপুরে আজ ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক
মিরপুরে আজ ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কারণে রাজধানীর মিরপুর ও আশেপাশের কিছু এলাকায় আজ সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমআরটিডি) মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ১ অক্টোবর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মিরপুর- ২, ৬, ৭, ১০, ১১ ও ১২-এর রাস্তার উভয় পার্শ্ব, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ক্যান্টনমেন্ট, ডিওএইচএস ও আশপাশ এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।