English Version
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮ ১৯:৪৬

রোববার যেসব রাস্তা এড়িয়ে চলবেন

অনলাইন ডেস্ক
রোববার যেসব রাস্তা এড়িয়ে চলবেন

শোভাযাত্রা চলাকালীন যানজট এড়াতে কিছু এলাকায় চলাচলরত গাড়ির চালক বা ব্যবহারকারীদের বেলা দুইটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিছু রাস্তা এড়ানোর অনুরোধ করেছে ডিএমপি। শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে আগামী রোববার (২ সেপ্টেম্বর) প্রধান শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসী, যানবাহনের মালিক ও শ্রমিকদের সহযোগিতা চেয়েছে।

শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে পলাশী বাজার মোড়-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট বটতলা-সরকারি কর্মচারী হাসপাতাল-ফিনিক্স রোড (পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে)-গোলাপ শাহ মাজার-বঙ্গবন্ধু স্কয়ার-গুলিস্তান (সার্জেন্ট আহাদ বক্সের সামনে)-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড় হয়ে-বাহাদুরশাহ পার্ক পর্যন্ত যাবে।

শোভাযাত্রা চলাকালীন এসব সড়ক বাদে বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হয়েছে।