English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৮ ১৫:৪১

সদরঘাটে লঞ্চের ধাক্কায় যাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক
সদরঘাটে লঞ্চের ধাক্কায় যাত্রীর মৃত্যু

ঈদুল আজহার আগের দিন যাত্রীদের উপচেপড়া ভিড়ের মধ্যে ঢাকার সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আরেক লঞ্চের এক যাত্রী। নিহতের নাম দেলোয়ার হোসেন, বয়স অনুমানিক ৫২ বছর।  মেয়ে ও মেয়ে জামাইয়ের সঙ্গে ঈদ করতে বরগুনায় যাচ্ছিলেন তিনি।

এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের সুপার মো. আতিকুর রহমান।    তিনি বলেন, মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এমভি পূবালী লঞ্চে দাঁড়িয়ে ছিলেন দেলোয়ার হোসেন। লঞ্চটি ৭ ও ৮ নম্বর পন্টুনের মাঝামাঝিতে ভেড়ানো ছিল।

এসময় এমভি যুবরাজ নামের আরেকটি লঞ্চ পন্টুনে ভিড়তে গিয়ে এমভি পূবালীকে ধাক্কা দেয়। লঞ্চের ধাক্কায় বেসামাল হয়ে লঞ্চের কার্নিশে ধাক্কা খান দেলোয়ার। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে আতিকুর রহমান জানান।

উল্লেখ্য, ঢাকার সদরঘাট দিয়ে প্রতিদিন প্রায় ছয় লাখ মানুষ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। ঈদ কিংবা দীর্ঘমেয়াদি সরকারি ছুটির সময় এই সংখ্যা অনেক বেড়ে যায়।