English Version
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮ ১১:৫৮

সব রাস্তা মিশেছে ধানমন্ডি ৩২ নম্বরে

অনলাইন ডেস্ক
সব রাস্তা মিশেছে ধানমন্ডি ৩২ নম্বরে

আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। আজকের এই স্বাধীন বাংলাদেশ যে মহান মানুষের হাত ধরে আমরা পেয়েছিলাম, ১৯৭৫ সালের এই দিনে তাকেই সপরিবার হত্যা করা হয়েছিল। তাই বাঙালি জাতির জন্য এই দিনটি কালো এক দিন, শোকের দিন।

জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকাল সাড়ে ছয়টায় ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্থান ত্যাগ করার পর জায়গাটি সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

শুধুমাত্র নেতাকর্মীরাই নয়, জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার রাস্তায় ঢল নেমেছে সাধারণ মানুষের। এবার দেখা গেছে অনেক মুক্তিযোদ্ধারাই তাদের সন্তানদের নিয়ে এসেছেন সাথে। আবার কেউ কেউ সাথে এনেছেন তাদের নাতি নাতনিদের।

আগামী প্রজম্মকে শোকের এই দিনের তাৎপর্য বুঝাতে অনেক বাবা মা এনেছেন তাদের ছোট সন্তানকে। শ্রদ্ধা জানাতে আসা শফিক ইসলাম জানান, সন্তানকে শুধু টিভিতে দেখিয়ে এই দিনটির সাথে পরিচিত করতে চাইনি। তাই  ভিড় পেরিয়ে তাকে নিয়ে এলাম ধানমন্ডিতে।

এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এসেছেন জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে। তানিম হায়দার পড়েন ধানমন্ডির এক বিদ্যালয়ে, সে জানান, সকাল থেকেই স্কুলে বিভিন্ন আয়োজনে অংশ নিয়েছি। আর এখন স্কুলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছি।

আজ রাজধানীর সব রাস্তা যেন মিশেছে ধানমন্ডিতে।  পান্থপথ, কলাবাগান থেকে ধীরে ধীরে মানুষ শোকবহ হৃদয় নিয়ে জড়ো হচ্ছেন ধানমন্ডির ৩২ নম্বরে।