English Version
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮ ০৮:১৫

সাড়ে ৫ হাজার যানবাহন জব্দ, জরিমানা ৭ কোটি

অনলাইন ডেস্ক
সাড়ে ৫ হাজার যানবাহন জব্দ, জরিমানা ৭ কোটি

১০ দিন ধরে চলা ট্রাফিক সপ্তাহে মোট ৫ হাজার ৪১৮টি যানবাহন জব্দ করেছে পুলিশ। বিপরিতে ৭ কোটি ৮ লাখ ১৪ হাজার ৩৭৫ টাকা জরিমানা আদায় ও ১ লাখ ৮০ হাজার ২৪৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।  এ সময় ৭৪ হাজার ২২৪ জন চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।

মঙ্গলবার (১৪ আগস্ট) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা এসব তথ্য জানান।

তিনি জানান, ট্রাফিক আইন অমান্য, যানবাহন নিবন্ধনের কাগজপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ কাগজ, লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মে এসব ব্যবস্থা নেয়া হয়।

গত ৫ আগস্ট দুপুরে রাজধানীর গুলিস্তানে সাত দিনব্যাপী ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। চলমান ট্রাফিক সপ্তাহের কারণে ব্যাপকহারে ইতিবাচক ফলাফল পাওয়ায় ১১ আগস্ট ট্রাফিক সপ্তাহ ঢাকায় আরও তিনদিন বাড়ানোর ঘোষণা দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। পরে চলমান ট্রাফিক সপ্তাহ দেশব্যপী তিনদিন বাড়ানোর ঘোষণা আসে পুলিশ সদর দফতর থেকেও।