English Version
আপডেট : ৯ আগস্ট, ২০১৮ ১১:০৫

ঢাকায় ট্রাফিক সপ্তাহের চতুর্থ দিনে ৯ হাজার ৯৭৪ মামলা

অনলাইন ডেস্ক
ঢাকায় ট্রাফিক সপ্তাহের চতুর্থ দিনে ৯ হাজার ৯৭৪ মামলা

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেক্ষাপটে সারাদেশে ট্রাফিক সপ্তাহ পালন করছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজধানীতে চলছে ট্রাফিক সপ্তাহ। চলমান এই ট্রাফিক সপ্তাহের চতুর্থ দিনে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯৯৭৪টি মামলা ও ৪৬,৩০,০২০ টাকা জরিমানা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ১০৫৭টি গাড়ি ডাম্পিং ও  রেকার করা হয়। 

ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গাড়ির ফিটনেস, উল্টোপথে গাড়ি চালানো, গাড়িতে হাইড্রোলিক হর্ণ, হুটার ও বিকন লাইট ব্যবহার এবং মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য উল্লেখিত মামলা করা হয়।

এছাড়াও, এ সময় ট্রাফিক নিয়ম ভঙ্গের কারণে গাড়ি চালকের বিরুদ্ধে ২১৫৩টি মামলা করা হয়। গত বুধবার ট্রাফিক সপ্তাহ উপলক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক পরিচালিত এই ‘ট্রাফিক সপ্তাহ’ আগামী ১১ আগস্ট পর্যন্ত চলবে।