English Version
আপডেট : ২৯ জুলাই, ২০১৮ ১৪:০৯

রাজধানীতে বাসের চাপায় ৩ শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক
রাজধানীতে বাসের চাপায় ৩ শিক্ষার্থী নিহত

রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের প্রতিযোগিতার বলি হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের তিন শিক্ষার্থী। আহত হয়েছেন আরও অনেকে। গুরুতর আহত অবস্থায় চারজনকে সিএমইচে হস্তান্তর করা হয়েছে। এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে অনেককে।

নিহতদের মধ্যে দুজন ছাত্র, একজন ছাত্রী। দুজন এইচএসসি প্রথম বর্ষের ও অপরজন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রোববার দুপুরে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী হানিফ বলেন, অপর একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে জাবা‌লে নুর পরিবহনের একটি গাড়ি সড়কে ছাত্রদের ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা গেছে। এদিকে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মৃত্যের সংখ্যা আরো বাড়তে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনার পর সড়ক অবরোধ মিরপুরগামী সব বাস ভাঙচুর করছে শিক্ষার্থীরা। কয়েকটি বাসে অগ্নিযোগ করেছে শিক্ষার্থীরা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।