English Version
আপডেট : ২৬ জুলাই, ২০১৮ ১১:১৪

দুর্ভোগ কাটেনি নগরবাসীর

অনলাইন ডেস্ক
দুর্ভোগ কাটেনি নগরবাসীর

তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে অনেকেই বৃষ্টিপ্রার্থনা করেন। জলবায়ু স্বাভাবিক আচরণ করলে এভাবে হয়তো বৃষ্টিবন্দনা করতে হতো না। সারা বিশ্বই এখন জলবায়ু সমস্যায় ভুগছে। বাংলাদেশেও পড়েছে এর নেতিবাচক প্রভাব। যে কারণে শ্রাবণ মাসে বৃষ্টির দেখা মেলে না, উল্টো তীব্র গরম অনুভূত হয়।

গত মঙ্গলবার রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে বৃষ্টিজনিত সমস্যা মোকাবেলা করতে হয়েছে নগরবাসীকে। সকাল থেকে শুরু হওয়া এ বৃষ্টিতে নাকাল হয়েছে সাধারণ মানুষ। পানি জমেছে ‘দুই রাজধানী’তেই। বুধবারও কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। তীব্রতা কম থাকায় এ বৃষ্টি বড় কোনো সমস্যা সৃষ্টি করেনি। তবে আগের দিনের বৃষ্টিজনিত ‘ক্ষত’ রয়ে গেছে এখনো। নগরবাসীকে সেসব মোকাবেলা করতে হয়েছে। রাজধানী মিরপুরের বিভিন্ন জায়গায় এখনো জমে রয়েছে পানি। খানাখন্দে ভরা এবড়োথেবড়ো রাস্তায় বাস ও অন্য বাহন চলার সময় পানি ছিটাচ্ছে। এ পানিতে নষ্ট হয়েছে পথচারীদের পোশাক পরিচ্ছদ। এ ছাড়াও বিভিন্ন এলাকায় পানি জমে থাকায় নির্বিঘ্নে চলাচল করতে পারছে না মানুষ। সরকারি বিভিন্ন সংস্থার উন্নয়নমূলক কাজের মাশুল গুনছে সাধারণ মানুষ। এর সঙ্গে জলাবদ্ধতা যুক্ত হয়ে নরক গুলজার করে তুলছে। বাড়ছে যানজট, নষ্ট হচ্ছে মূল্যবান সময়। সময়ের কাজ সময়ে শেষ করতে না পারার গ্লানি বইতে হচ্ছে সংশ্লিষ্টদের। বিলম্বের কারণে অফিসগামীরা বিরূপ পরিস্থিতির শিকার হচ্ছেন। জুন-জুলাই মাসে উন্নয়নমূলক কাজের হিড়িক পড়ে রাজধানীতে। এবার তা দেখা গেছে। ফলে গলি থেকে রাজপথ কোথাও কেউ ঝামেলামুক্ত নয়। মিরপুরে চলমান মেট্রোরেল প্রকল্পের কাজে প্রতিদিন দুর্ভোগে পড়তে হচ্ছে এ এলাকার বাসিন্দাদের। নাগরিক রকমারি দুর্ভোগে যারপরনাই ক্ষুব্ধ নগরবাসী। কবে নাগাদ এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে, জানে না কেউই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের একটি মন্তব্যে হতাশা প্রকাশ করেছেন অনেকেই। কেউ কেউ এও বলেছেন, একজন জনপ্রতিনিধির মুখে এমন ভাষা শোভা পায় না। দুই ঘণ্টার বৃষ্টিপাতেই ঢাকা শহর তলিয়ে যায় এমন একটি দৃশ্যপটের কথা উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, যানজট ও জলাবদ্ধতা নিরসন আমার দায়িত্ব নয়। এ জন্য তিনি সরাসরি ওয়াসার নাম এবং পরোক্ষভাবে যোগাযোগ মন্ত্রণালয়ের নাম উল্লেখ করেন। বিশেষজ্ঞরা বলছেন, যদি ঢাকার সত্যিকারের উন্নয়ন করতে হয়, প্রথমেই সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা দূর করতে হবে। সরকারি সংস্থাগুলোর পারস্পরিক মতানৈক্য ও সমন্বয়হীনতার কারণেই নাগরিক দুর্ভোগ বাড়ছে বলে মন্তব্য করেন তারা।