English Version
আপডেট : ২ জুলাই, ২০১৮ ১৫:১০

মিরপুরে রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর

অনলাইন ডেস্ক
মিরপুরে রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর

রাজধানীর মিরপুর কমার্স কলেজ রোডে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইউনির্ভাসিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএ চতুর্থ বর্ষের মাসুদ রানা নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ে যাবার পথে রাস্তা পাড় হওয়ার সময় মিরপুর-১ নম্বর থেকে আসা দিশারী পরিবহনের ধাক্কায় তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার এই অকাল মৃত্যুর জন্য আজকের সকল কার্যক্রম স্থগিত রেখেছে। বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়টির ছাত্ররা মিরপুর-১ নম্বরে এসে সড়ক অবরোধ করে রেখেছে। এসময় প্রায় ১০-১৫টি গাড়ি ভাঙচুরও করে শিক্ষার্থীরা। ছাত্রদের দাবি- খারাপ রাস্তা, বেপরোয়া গাড়ি চালানো এবং ওভারব্রিজ না থাকার ফলে এ দুর্ঘটনা ঘটছে।

এ খবরের সত্যতা নিশ্চিত করে শাহা আলি থানার ওসি বিডি২৪লাইভকে জানান, পথচারীরা আহত অবস্থায় মাসুদ রানাকে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।