English Version
আপডেট : ১ জুলাই, ২০১৮ ১৬:২৩

নানা আয়োজনে চলছে বাংলানিউজের বর্ষপূর্তি উদযাপন

অনলাইন ডেস্ক
নানা আয়োজনে চলছে বাংলানিউজের বর্ষপূর্তি উদযাপন

আট থেকে নয় বছরে পদার্পণ করল দেশের অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে চলছে তাদের বর্ষপূর্তি উদযাপন। এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বসুন্ধরা গ্রুপ ও ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

২০১০ সালের আজকের এই দিনে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোবহানের পৃষ্ঠপোষকতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলানিউজ।

আজ রবিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার মিডিয়া হাউজে বাংলানিউজ কার্যালয়ে প্রতিষ্ঠানের অষ্টম বর্ষপূর্তির কেক কেটে এ শুভেচ্ছা জানান তিনি।

এ সময় সায়েম সোবহান বলেন, অনেক অনলাইন এসেছে, আবার ঝরেও গেছে। আমি খুশি হয়েছি, আপনারা সাফল্য ধরে রেখেছেন, এজন্য ধন্যবাদ। আপনাদের এই সাফল্য ধরে রাখতে হবে। আরো ভালো করতে হবে।

এর আগে বাংলানিউজ কার্যালয়ে আসার পর সায়েম সোবহানকে প্রতিষ্ঠানের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহার।

কেক কাটার সময় সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, ইডব্লিউএমজিএলের প্রতিষ্ঠান দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, নিউজটোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের প্রধান নির্বাহী (সিইও) এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, নিউজটোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খোরশেদ উপস্থিত ছিলেন। আরো ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম ‍কাদের।