English Version
আপডেট : ১২ জুন, ২০১৮ ১১:৪৩

ধসে পড়েছে হাতিরঝিলের ফুটপাতের একাংশ, মই ফেলে ১ ব্যক্তিকে উদ্ধার

অনলাইন ডেস্ক
ধসে পড়েছে হাতিরঝিলের ফুটপাতের একাংশ, মই ফেলে ১ ব্যক্তিকে উদ্ধার

রাজধানীর হাতিরঝিলের ফুটপাতের একটি অংশ ধসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সোনারগাঁও হোটেলের পাশ দিয়ে বাংলামোটরের দিকে যাওয়ার ফুটপাতে এই ধস হয়েছে। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ফুটপাতের ওই জায়গার কিছু কিছু স্থানে আগেই দেবে গিয়েছিল।

আজ হঠাৎ করে ওই জায়গা হুড়মুড় করে ধসে পড়ে। এ সময় সেখানে থাকা এক পথচারীও নিচে পড়ে যান। পরে তাঁকে মই ফেলে ওপরে তোলা হয়।ফুটপাতের ওই জায়গার নিচ দিয়ে পয়োনিষ্কাশনের লাইন চলে গেছে। ঘটনাস্থলে থাকা কয়েকজন বলেন, আগেই যদি কর্তৃপক্ষ সচেতন হতো, তাহলে এত বড় ধস হতো না। আজ বড় কোনো ক্ষতিও হতে পারত। হাতিরঝিলের ফুটপাতের বিভিন্ন জায়গায় টাইলস উঠে গেছে। অনেক জায়গায়ই দেবে গেছে। অনেকে আবার টাইলস চুরি করে নিয়ে যায়।