English Version
আপডেট : ২২ মে, ২০১৮ ১৪:৩০

বনশ্রীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

অনলাইন ডেস্ক
বনশ্রীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

রাজধানীর বনশ্রী এলাকায় স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অজ্ঞাত (২৬) এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পরে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে লাল মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রামপুরা ট্রাফিক জোনের সার্জেন্ট আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় সকালে রামপুরা থেকে ডেমরাগামী স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে বাসটি উদ্ধার করতে গিয়ে বাসের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল গণমাধ্যমকে বলেন, বাস খাদে পড়ার সংবাদ পেয়ে বনশ্রী স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গেছে।