English Version
আপডেট : ২২ মে, ২০১৮ ১২:৪০

রাজধানীতে একই দিনে দুই মায়ের ৭ নবজাতকের জন্ম

অনলাইন ডেস্ক
রাজধানীতে একই দিনে দুই মায়ের ৭ নবজাতকের জন্ম

রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সোমবার দুই নারী সাত নবজাতকের জন্ম দিয়েছেন। সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে গাইনি বিভাগের অধ্যাপক ডা. কানিজ ফাতেমার অধীনে অস্ত্রপচারের মাধ্যমে সনিয়া আক্তার চারজন ও সোমবার বিকেলে অধ্যাপক ডা. রুমানা শেখের অধীনে সুইটি খাতুন নামে এক নারী স্বাভাবিকভাবে তিন নবজাতকের জন্ম দিয়েছেন। বর্তমানে দুই প্রসূতি মা পোস্ট অপারেটিভ বেডে আছেন। হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সুব্রত মন্ডল এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

হাসপাতালের গাইনি বিভাগ সূত্রে জানা গেছে, সনিয়া আক্তারের ৪ জন নবজাতকের মধ্যে ৩জন ছেলে ও একজন কন্যাশিশু। সুইটি খাতুনের ৩ নব জাতকের মধ্যে দুই জন কন্যা ও একজন ছেলে। সনিয়া খাতুনের গর্ভে জন্ম নেয়া চার নবজাতকের মধ্যে প্রথম জনের ওজন ১ কেজি ৯০০ গ্রাম, দ্বিতীয় জনের ওজন ১ কেজি ৬০০ গ্রাম, তৃতীয় জনের ১ কেজি ৫৬০ গ্রাম ও চতুর্থ জনের ২ কেজি ১০০ গ্রাম।   তবে রক্তশূণ্যতার কারণে প্রথম নবজাতককে রক্ত দেয়া হয়েছে। তারা চারজনই সহকারী অধ্যাপক ডা. রোজিনা আক্তারের অধীনে নিবিড় যত্ম ইউনিটে (এনাআইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে সুইটি খাতুনের গর্ভে জন্ম নেয়া তিন নবজাতকের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। ওই তিন নবজাতকের মধ্যে প্রথম জনের ওজন ৯০০ গ্রাম, দ্বিতীয় জনের ওজন ৯০০ গ্রাম ও তৃতীয় জনের ওজন ৭০০ গ্রাম।

এদিকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার নবজাতকের জন্ম নেয়ার খবর শুনে রাত ১২ টার দিকে সেখানে ছুটে আসেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব প্রিন্সিপাল ডা. এমএ আজিজ।