English Version
আপডেট : ১১ মে, ২০১৮ ২৩:১৩

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৩১তম ইনটেক-এর পুনর্মিলনী অনুষ্ঠান :

অনলাইন ডেস্ক
ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৩১তম ইনটেক-এর  পুনর্মিলনী অনুষ্ঠান :

আজ ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৩১তম ইনটেক-এর দুই যুগ পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ৩১তম ইনটেকের প্রাক্তন ক্যাডেটবৃন্দ (সাকিব, সাজিদ, হোসেন, মঈন, আরেফাত, নাফিস, আরিফ, আহসান, তানভীর, ইমরান, রহমান, ওয়াহিদ, আরেফিন, আক্তার, মোবাশ্বির, আজরীন, নাহিদ, মারুফ)।

উক্ত অনুষ্ঠানে  প্রাক্তন ক্যাডেট ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

পুনর্মিলনী উপলক্ষে খেলাধূলা, মৎস্য শিকার ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় ক্যাডেটবৃন্দ সাময়িক সময়ের জন্য হলেও দুরন্তপনায় ফিরে যান।

দিনভর আনন্দ-উল্লাস শেষে সকল ক্যাডেট ও তাদের পরিবারবর্গের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।