English Version
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮ ১১:১১

ভারী বর্ষণে রাজধানীতে হাঁটু পানি

অনলাইন ডেস্ক
ভারী বর্ষণে রাজধানীতে হাঁটু পানি

ভোর থেকেই রাজধানীর আকাশ ছিল কিছুটা মেঘলা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘ কালো হতে থাকে। আর আটটার পর সন্ধ্যার আঁধার নেমে আসে রাজধানীতে। এরপরই শুরু হয় ঝুম বৃষ্টি। সেই সঙ্গে বজ্রপাত। রোববার সকাল সোয়া নয়টা পর্যন্ত বৃষ্টি ছিল।

সাত সকালের এই বৃষ্টি রাজধানীতে নিয়ে এসেছে ভোগান্তি। ভারী বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় সড়কে পানি জমে গেছে। কোথাও রাস্তার পুরোটা ডুবে আছে পানিতে। বিশেষ করে মিরপুরের অবস্থা শোচনীয়। ১০ নম্বর গোল চত্বর ছাড়াও কাজীপাড়া, শেওড়াপাড়ার রাস্তায়ও জমেছে হাঁটু পানি। পানির কারণে ফুটপাত দিয়েও হাঁটতে পারছে না মানুষ।

তবে সরকারি ছুটির কারণে রাস্তায় মানুষের চলাচল কিছুটা কম হলেও প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন তারা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেককে ভিজে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। অন্ধকার নেমে আসায় অনেক যানবাহনকে লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।

সকালে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় রাজধানী ও এর আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর পশ্চিম ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।