English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮ ১৮:২৭

ঢাকার ৭০৯ বাড়ির ৫৩৯ টিতেই অনিয়ম-ত্রুটি

অনলাইন ডেস্ক
ঢাকার ৭০৯ বাড়ির ৫৩৯ টিতেই অনিয়ম-ত্রুটি

রাজধানীর ৭০৯টি বাড়ি পরিদর্শন করে ৫৩৯টিতেই অনিয়ম খুঁজে পেয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। 

ফেব্রুয়ারি মাসে ঢাকা শহরের ৮টি জোনে এসব অনিয়ম ধরা পড়ে। রাজউক বলছে, এসব বাড়ির মালিকরা কোনো না কোনোভাবে অনিয়ম করেছেন। গত বছর ডিসেম্বরে অনুরূপ পরিদর্শনে গিয়ে ৭৭১টি বাড়ির মধ্যে ৬১৬টিতে ত্রুটি দেখতে পায় রাজউক।

বুধবার জাতীয় সংসদ ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে। বৈঠকে রাজউক ফেব্র“য়ারি মাসের প্রতিবেদন উপস্থাপন করে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব বাড়ি নির্মাণে রাজউকের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে পরিদর্শন করা ২৮৭টি বাড়ির মালিককে প্রথম ও ৮২টি বাড়ির মালিককে দ্বিতীয়বার কারণ দর্শানো নোটিশ এবং ১৬২টি বাড়ির মালিককে চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে।

আর ১৮টি ভবনের অননুমোদিত অংশ উচ্ছেদ করা হয়েছে। কমিটির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মো. জাহিদ আহসান রাসেল, সাধন চন্দ্র মজুমদার, একেএম ফজলুল হক, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং নূরজাহান বেগম অংশ নেন।