English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৮ ১৬:১৪

ঝড়ো হাওয়াসহ বজ্র ও শিলা বৃষ্টির আশঙ্কা

অনলাইন ডেস্ক
ঝড়ো হাওয়াসহ বজ্র ও শিলা বৃষ্টির আশঙ্কা

রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল চট্রগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় আজ অস্থায়ী দমকা হাওয়াসহ ঝড়ো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে আজ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অনত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

আগামীকাল সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় হ্রাস পেতে পারে। আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অতিক্রম করে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।