English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৮ ১৬:০৬

মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

অনলাইন ডেস্ক
মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় সাদিক এম্ব্রয়ডারি কারখানায় অগ্নিকাণ্ডে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত সোয়া তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। দগ্ধরা হলেন- মহিউদ্দিন (২২), আল-আমিন (১৪) ও মাসুম (১২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করেছে। প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় তারা।