English Version
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৭ ১৪:০৮

রাজধানীতে ময়লার স্তুপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
রাজধানীতে ময়লার স্তুপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজধানীর ময়লার স্তুপ থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পল্টন থানাধীন শান্তিনগর টুইন টাওয়ারের পাশ থেকে আজ সকালে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে পল্টন থানাধীন শান্তিনগর টুইন টাওয়ারের পাশে ময়লার স্তুপের মধ্যে একটি ব্যাগে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থায় নবজাতকটিকে ওইখানে ফেলে গেছে।