English Version
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:২৯

ম্যানহোল থেকে যুবকের নিথর দেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
ম্যানহোল থেকে যুবকের নিথর দেহ উদ্ধার

রাজধানীর মিরপুরে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর আগে সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় মিরপুর ৭ নম্বর সেকশনের চলন্তিকা এলাকা থেকে নিখোঁজ হলে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের অতিরিক্ত প্রচেষ্টায় একদিন পর যুবকের মৃত দেহ উদ্ধার করা সম্ভব হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন (১২ সেপ্টেম্বর) বিকেলে সেই যুবক ম্যানহোল পরিষ্কার করার জন্য ভেতরে প্রবেশ করেন। এরপর থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর-দফতর থেকে দুইটি ও মিরপুর থেকে দুইটি ইউনিটের ডুবুরি দল চেষ্টা চালিয়ে তাঁর নিথর দেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের সিনিয়র অফিসার আবদুল্লাহ আল আরেফিন বলেন, ম্যানহোলটি সরু হওয়ায় সেখানে প্রবেশ করা যাচ্ছিল না। তাই উদ্ধার অভিযান পরিচালনায় বেশ সমস্যা হচ্ছিল। পরে পাশে মাটি কেটে সেখানে প্রবেশ করছেন ডুবুরি দল।