English Version
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:০৭

বৃষ্টির দিনে জলাবদ্ধতায় দুর্ঘটনা এড়াতে করণীয়

অনলাইন ডেস্ক
বৃষ্টির দিনে জলাবদ্ধতায় দুর্ঘটনা এড়াতে করণীয়

মৌসুমী বায়ুর প্রভাবে শুধু রাজধানীতে নয়, সারা দেশেই ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার সকাল সাড়ে ছয়টা থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এই টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে রিকশা কিংবা বাস উল্টে যাওয়ার মতো ঘটনাগুলো সহজেই ঘটছে। ফলে গন্তব্যস্থলে পৌঁছতে গিয়ে সীমাহীন দুর্ভোগ পড়েছেন সাধারণ মানুষ। কিন্তু তাই বলে তো জীবন থেমে থাকে না। বৃষ্টির দিনে কেবল একটু সতর্কতাই পারে আপনাকে বিপদের হাত বাঁচাতে। এক্ষেত্রে বৃষ্টির দিনে দুর্ঘটনা এড়াতে কিছু বিষয় মাথায় রাখা জরুরী। জলাবদ্ধতায় যেসব বিষয়ে নজর দিবেন-

ম্যানহোল রাস্তার মাঝ বরাবর ম্যানহোল থাকে। পানির স্রোতে তার ঢাকনা আলগা হয়ে যেতে পারে। কোথাও আবার হয়ত ঢাকনা থাকেই না। তাই দুর্ঘটনা এড়াতে পানি জমা অবস্থায় রাস্তার মাঝ বরাবর না চলাই ভালো। যে কোনো এক ধার ঘেঁষে চলাই বাঞ্ছনীয়। ইলেকট্রিকের তার প্রবল ঝোড়ো হাওয়ায় অনেক সময় ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে যায়। ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনার খবর প্রায়ই আসে। তাই জমা পানি ভেঙে পার হওয়ার সময় খেয়াল রাখা উচিত। জীবাণু জলাবদ্ধতা মানে হাজারো জীবাণুর বাসা। জামা-কাপড় রক্ষার জন্য আমরা অনেক সময় এগুলো গুটিয়ে নিয়ে চলি। কিন্তু তাতে চামড়ার ক্ষতি হয়। সরাসরি এই জীবাণুদের সংস্পর্ষে আসার দরুন, চর্মরোগের সম্ভাবনা বেশি। তাই জমা পানি ভেঙে ফেরার পরই অ্যান্টিবায়োটিক জাতীয় লোশন দিয়ে ভালো করে হাত-পা ধোয়া আবশ্যক। মশা-মাছির উপদ্রব পানি জমে থাকার কারণে মশা-মাছির উপদ্রব বাড়তে পারে। তাই ব্লিচিং পাউডার বা ফিনাইলের নিয়মিত ব্যবহার একান্ত জরুরি। বিপজ্জনক প্রাণী পানি বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন বিপজ্জনক প্রাণী ঘরের আনাচে-কানাচে আশ্রয় নিতে পারে। তাই আগাম সতর্কতা হিসেবে কার্বোলিক এসিডের ব্যবহার বাঞ্ছনীয়। সর্দি-কাশি এই সময়টা সর্দি-কাশি থেকে রক্ষা পেতে হলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নিয়মিত মধু খান। একটু খানি সতর্কতাই দেখবেন আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে সুস্থ থাকতে সাহায্য করবে।