English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৭ ১২:০৭

মিরপুরে দুর্ধর্ষ জঙ্গি আবদুল্লাহকে আত্মসমর্পণের আহ্বান

অনলাইন ডেস্ক
মিরপুরে দুর্ধর্ষ জঙ্গি আবদুল্লাহকে আত্মসমর্পণের আহ্বান

জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মিরপুরের মাজার রোডের একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‍্যাব। বাড়ির ভেতর থেকে র‍্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ও পেট্রলবোমা ছোড়া হয়েছে। এরইমধ্যে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। বাড়িটিতে অবস্থানরত সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করতে র‍্যাব আহ্বান জানাচ্ছে। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলছেন, ছয়তলা ওই ভবনের পঞ্চম তলার আবদুল্লাহ নামের দুর্ধর্ষ এক জঙ্গি অবস্থান করছে। তার সঙ্গে যোগাযোগ করে তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে। 

তিনি আরও জানান, র‌্যাব ওই বাড়ি ঘিরে ফেলার পর রাত ১টার দিকে সেখান থেকে চারটি বোমা ছোঁড়া হয়। তবে তাতে কেউ হতাহত হননি। ওই বাড়ি থেকে ছোড়া বোমার মধ্যে পেট্রোল বোমাও রয়েছে। সেখানে আরও বিস্ফোরক থাকতে পারে বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে।

মাজার রোডের পাশে বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে বর্ধনবাড়ি ভাঙ্গা ওয়ালের গলির ২/৩-বি হোল্ডিংয়ে ছয় তলা ওই বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ নামের এক ব্যক্তি। তিনি নিজেও পরিবার নিয়ে ওই বাড়ির দ্বিতীয় তলায় থাকেন।   

এরআগে সোমবার রাতে  টাঙ্গাইলের এলেঙ্গায় এক বাড়িতে অভিযান চালিয়ে জেএমবির জঙ্গি দুই ভাইকে আটক করার পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মধ্য রাতে ঢাকায় এই অভিযান শুরু করা হয়।