English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৭ ০৬:০৯

মিরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব, বিস্ফোরণের শব্দ

অনলাইন ডেস্ক
মিরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব, বিস্ফোরণের শব্দ

রাজধানী ঢাকার মিরপুরের মাজার রোডে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। এসময় ওই বাড়িতে পরপর ৩টি বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন, সোমবার গভীর রাতে মাজার রোডের পাশে বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণের ছয়তলা ওই বাড়িতে জঙ্গি অবস্থান করছে খবর পেয়ে বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব।

ওই বাড়িতে অভিযান শুরুর প্রস্ততি চলছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

এদিকে টাঙ্গাইলের এলেঙ্গায়ও জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাব একটি বাড়ি ঘিরে রেখেছে বলেও জানান তিনি।