English Version
আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০১৭ ১১:১০

চোখ খুলেছিলেন মেয়র আনিসুল

অনলাইন ডেস্ক
চোখ খুলেছিলেন মেয়র আনিসুল

 ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান বলেছেন, ‘আনিসুল হকের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে।  তবে এর মধ্যে একিদন অল্প কিছু সময়ের জন্য চোখ খুলেছিলেন তিনি।  কিন্তু তাকে ঘুম পাড়িয়ে রেখেই চিকিৎসা চালাচ্ছেন চিকিৎসকরা।’

শনিবার সকালে মেয়রের চিকিৎসা, সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে এসব তথ্য জানান তিনি।

মিজানুর রহমান বলেন, ‘তিনদিন আগে তিনি অল্প কিছু সময়ের জন্য চোখ খুলেছিলেন।  এরপর আবারও ঘুমিয়ে যান।  তার চিকিৎসকরা জানিয়েছেন, মেয়রের অস্থিরতা, টেনশন বা অন্যান্য সমস্যা যেন এই মুহূর্তে না হয় সে কারণেই তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।  আর ঘুমের মধ্যেই মেয়রের চিকিৎসা চলবে বলে জানিয়েছেন লন্ডনের চিকিৎসকরা।’

উল্লেখ্য, আনিসুল হক গত ২৮ জুলাই পারিবারিক কাজে লন্ডনে যান।  এর চারদিন পর সেখানে হঠাৎ ‘সেরিবেল ভ্যাসকিউলিটিস’ নামে মস্তিষ্কজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।  পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।