English Version
আপডেট : ২ সেপ্টেম্বর, ২০১৭ ২২:৪৪

‘২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ’

অনলাইন ডেস্ক
‘২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন,আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠের সামনে থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে এ কথা জানান তিনি।

সাঈদ খোকন বলেন, "আমরা বর্জ্য অপসারণ শুরু করলাম। ২৪ ঘণ্টার মধ্যেই উভয় সিটি করপোরেশন বর্জ্য অপসারণ করবে। এ জন্য ১৭ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। "

পশু জবাই করার নির্ধারিত স্থান সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, "রাজধানীতে যে পরিমাণ পশু কোরবানি হয়, সে তুলনায় এ স্থান অপ্রতুল। পাশাপাশি নগরবাসীও বাড়ির নিচে কোরবানি করতে পছন্দ করেন। তবে আমরা আশা রাখি আগামীতে নির্ধারিত স্থানে আসার হার বাড়বে। "