English Version
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০১৭ ০৬:৪৯

রাজধানীর ৪০৯ স্থানে হবে ঈদের জামাত

অনলাইন ডেস্ক
রাজধানীর ৪০৯ স্থানে হবে ঈদের জামাত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর ৪০৯টি স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুই সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতসহ দক্ষিণে ২২৯টি এবং উত্তর সিটি কর্পোরেশনে ১শ’ ৮০টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল ৮টায় দেশের প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

এছাড়া বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৮টা ও পরেরটি ৯টায়।