English Version
আপডেট : ৩১ আগস্ট, ২০১৭ ১১:০৮

ক্রেতা-বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ

অনলাইন ডেস্ক
ক্রেতা-বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরীতে বসেছে মোট ২৩টি পশুর হাট। এসব হাটে গরুর চড়া দাম হাকাচ্ছেন ব্যবসায়ীরা। ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এ বছর দাম অনেক বেশী। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ক্রেতারা অনেক দাম কম বলছে।

 

সরেজমিনে রাজধানীর বাড্ডা আফতাবনগর কোরবানীর পশুর হাটে গিয়ে দেখা যায়, ক্রেতা সমাগম অনেক। তবে তেমন বিক্রি নেই। ব্যবসায়ীরা চড়া মূল্য চাওয়ায় ক্রেতারা এখনও পরের কয়েকদিনের অপেক্ষায় আছেন।

ক্রেতারা বলছেন, গরু বিক্রেতারা এখনও গরু ছাড়ছে না বেশী লাভের আশায়। তবে আজ এবং আগামীকাল দাম আরও কমে যেতে পারে। সেজন্য অধিকাংশ ক্রেতা এখনই গরু কিনছেন না।

 

 

মতিঝিলের বাসিন্দা সিরাজুল ইসলাম বিডি২৪লাইভকে বলেন, ‘এবার গরুর অনেক দাম। একটা হাট দেখা শেষ করে এই হাটে এসেছি। গতবার যে গরু ৭০ হাজার দিয়ে কিনেছি এবার সে গরু দেড় লক্ষ টাকার নিচে দিচ্ছেই না।’

রামপুরার বাসিন্দা ইব্রাহিম খান বলেন, ‘দামতো একটু বেশী দেখছি। গতবারের তুলনায় এবার দাম বেশী।’ অন্যদিকে আলমগীর হাসান নামের আরেক ক্রেতাও বলেন, একই কথা। তিনি বলেন, ‘ব্যবসায়ীরা দাম একটু বেশী চাচ্ছে। গরু ছাড়ছে না তারা। আজ কেনার কথা ছিল। কিন্তু ব্যবসায়ীরা বেশী দাম ছাড়া ছাড়ছেনা। পরে হয়ত দাম কমবে। তাই পরে কিনব।’

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ক্রেতা কম আসছে বাজারে, এখনও বিক্রি নেই তেমন। যে কয়েকজন ক্রেতা আসছেন তারা অনেক কম দাম বলছেন। তবে আজ এবং আগামীকাল ক্রেতা সমাগম বেশী হবে বলে আশা তাদের।

 

চুয়াডাঙ্গা থেকে ১৩টি গরু এ হাটে বিক্রি করতে এনেছেন কালো শেখ নামের এক গরু ব্যবসায়ী। তবে এখনও একটি গরুও বিক্রি করতে পারেননি তিনি। তিনি বলেন, ‌'কাস্টমার' কম দাম বলে। দেড়লাখ টাকার গরু কেউ বলে ৫৫ হাজার আবার কেউ বলে ১ লাখ। দামের জন্য লাস্টের দিন পর্যন্ত দেখতে হবে।’

 

একই অবস্থা কুস্টিয়া থেকে আসা মোহাম্মদ মাহবুল ইসলামের। তিনি ৩টি গরু নিয়ে এসেছেন এ হাটে। তবে এখন পর্যন্ত একটিও বিক্রি করতে পারেননি। তিনি বিডি২৪লাইভকে বলেন, ‘গরু নিয়ে ঢাকায় আসছি ৩ দিন হল। কাস্টমার দাম অনেক কম বলে। গত কয়েকদিন কাস্টমার কম দেখা গেলেও আজ কিছুটা বেশী দেখা যাচ্ছে।