English Version
আপডেট : ২২ আগস্ট, ২০১৭ ১২:০৪

এফডিসিতে রাজ্জাকের জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক
এফডিসিতে রাজ্জাকের জানাজা সম্পন্ন

কিংবদন্তি অভিনেতা রাজ্জাকের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে এফডিসিতে। তাকে শেষবারের মতো দেখতে বাংলা চলচ্চিত্রের প্রাণকেন্দ্রে হাজির হয়েছেন শিল্পী-কলাকুশলী ও অন্যরা। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তার মরদেহ এফডিসিতে নেওয়া হয়ে। বেলা পৌনে ১২টার দিকে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এর আগে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়।

এফডিসিতে সর্বস্থরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেওয়া হবে রাজ্জাকের মরদেহ। নায়করাজ রাজ্জাক সোমবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হবে গুলশানের আজাদ মসজিদে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে বনানী কবরস্থানে।