English Version
আপডেট : ১৭ মে, ২০১৭ ১২:০৩

মগবাজার ফ্লাইওভারের সোনারগাঁও অংশ উদ্বোধন

অনলাইন ডেস্ক
মগবাজার ফ্লাইওভারের সোনারগাঁও অংশ উদ্বোধন

রাজধানীর মগবাজার ফ্লাইওভারের হাতিরঝিল মোড় থেকে এফডিসি রেলক্রসিং হয়ে সোনারগাঁও হোটেলের সামনের অংশ যানবাহন চলাচলের জন্য উদ্বোধন করা হয়েছে। আজ সকাল ১০টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন হাতিরঝিল মোড় এফডিসি রেলক্রসিং হয়ে সোনারগাঁও পর্যন্ত ফ্লাইওভারের ৪৫০ মিটার অংশের উদ্বোধন করেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঈদের আগেই মৌচাক ফ্লাইওভারের অবশিষ্ট কাজ শেষ হবে। ফ্লাইওভার হলেই যে রাজধানীর যানজটমুক্ত হবে তা নয়। তবে যানজট অনেকটাই কমবে।

মগবাজার ফ্লাইওভারের নিচ জলাবদ্ধতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ফ্লাইওভারের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এ সমস্যার সমাধান হয়ে যাবে। ওই অঞ্চলে কংক্রিট দিয়ে ঢালাই দিয়ে উঁচু করা হয়েছে। ফলে আশা করছি জলাবদ্ধতার সমস্যা সমাধান হবে।

২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি ফ্লাইওভারটির নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের কাজ তত্ত্বাবধান করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ২১৮ কোটি টাকা। ফ্লাইওভারটির মোট দৈর্ঘ্য ৮ দশমিক ৭ কিলোমিটার।