English Version
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:৪৯

যাত্রাবাড়ীতে জুতার কারখানায় আগুন

অনলাইন ডেস্ক
যাত্রাবাড়ীতে জুতার কারখানায় আগুন

রাজধানীর যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে মৃধাবাড়ির সামাদবাড়ি এলাকার ওই কারখানায় আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক।

তিনি বলেন, 'আমাদের ২২টি ইউনিট সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে। ' তবে কি কারণে আগুন লেগেছে তা তিনি জানাতে পারেননি।

জানা গেছে, কারখানায় আগুন যখন লাগে, তখন ভেতরে শ’ খানেক কর্মী কাজ করছিলেন। তবে আগুন লাগার পর তাদের সবাই বেরিয়ে আসতে পেরেছেন বলে ধারণা করা হচ্ছে। মৃধাবাড়ির ওই এলাকার আকাশে ধোঁয়া দেখা যাচ্ছে দূর থেকেও।