English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:১৮

রাজধানীতে পৃথক পৃথক অভিযানে আটক ২৩

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পৃথক পৃথক অভিযানে আটক ২৩

ঢাকা: রাজধানীর পৃথক পৃথক এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে আটক করেছে থানা ও গোয়েন্দা পুলিশ।  

 এ সময় তাদের হেফাজত থেকে ৪৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৯১৫ গ্রাম ১৫ পুরিয়া গাঁজা, ৪৮৬ ক্যান বিয়ার ও ৩৭০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া) ডিসি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।