English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:০৩

যাত্রাবাড়ীর ‘জঙ্গি আস্তানায়’ র‍্যাবের অভিযানে আটক ৪

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীর ‘জঙ্গি আস্তানায়’ র‍্যাবের অভিযানে আটক ৪

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরের ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালিয়ে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব। আটককৃতদের মধ্যে গ্রুপটির আইটি শাখার প্রধান আশফাক-ই-আজম ওরফে আপেল আছেন।

ভোররাত চারটার দিকে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এসব তথ্য জানিয়ে বলা হয়, আজ বুধবার ভোররাতে এই অভিযান চালানো হয়।

অভিযানে জঙ্গি আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্য ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক অন্য তিনজনের নাম-পরিচয় জানায়নি র‍্যাব।

র‍্যাব বলছে, যাত্রাবাড়ী এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। ভোররাত চারটার দিকে তারা অভিযান শুরু করে। সেখান থেকে চার জঙ্গিকে আটক করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্য। বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে বলে র‌্যাব জানায়।