English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৭ ১৫:২৮

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা

নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা

ঢাকা: বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের দুই সংবাদকর্মীর উপর পুলিশের নির্যাতনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য প্রত্যাহার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

শনিবার (২৮ জানুয়ারি) শাহবাগে সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন শেষে বিএফইউজের (একাংশের) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

মানবন্ধনে এটিএন নিউজের দুই সংবাদকর্মীর ওপর হামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল যে বক্তব্য দিয়েছেন, তাতে পুলিশ সদস্যরা উসকানি পাবেন বলে মন্তব্য করেন মঞ্জুরুল আহসান বুলবুল।

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা সাংবাদিকদের ওপর সকল পুলিশি নির্যাতন ও হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।