English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৭ ২৩:১৮

হিজড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত বিতরণ

নিজস্ব প্রতিবেদক
হিজড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত বিতরণ
সমাজসেবক মো. হাসান, সংগঠনের চেয়ারম্যান কচি হিজড়া এবং সাধারণ সম্পাদক আশরাফ ডালী

ঢাকা: হিজড়া উন্নয়ন সংস্থার উদ্যোগে দরিদ্র হিজড়া ও নারীদের মাঝে শীতবস্ত বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানী তুরাগ থানাধীন কামারপাড়ায় রাজ্জাক মার্কেটে হিজড়া উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে ৫০জন গরীব অসহায় দুস্থ হিজড়ার মাঝে শীতবস্ত বিতরণ করা হয়।

সংগঠনের চেয়ারম্যান কচি হিজড়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. হাসান।

সভাপতির বক্তব্যে কচি বলেন, স্বার্থপরতা মানবতার আওতায় আসতে পারে না। স্বার্থ ভুলে অন্যের কষ্টকে নিজের কষ্ট ভেবে নিপীড়িত মানুষকে সাহায্য করতে পারার নামই মানবতা। আর্তমানবতার সেবায় দরিদ্র হিজড়া ও গরীব অসহায় দুস্থ নারীদের মাঝে প্রতিবছরই আমরা  শীতবস্ত বিতরণ করে আসছি।আজ তার ব্যতিক্রম হয়নি। আগামী দিনেও আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে- ইনশাআল্লাহ।Displaying DSCF4240.JPG 

অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন হিজড়া উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ডালী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজড়া উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ।