English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৭ ১৭:০৮

জীবন দিয়ে মা-ছেলের প্রাণ বাঁচালেন রেলকর্মী

নিজস্ব প্রতিবেদক
জীবন দিয়ে মা-ছেলের প্রাণ বাঁচালেন রেলকর্মী

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড রেল ক্রসিং এলাকায় নিজের প্রাণ দিয়ে মা-ছেলেকে বাঁচিয়ে রেলে কাটা পড়লেন একজন রেলকর্মী। 

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম বাদল। তিনি কুড়িল এলাকায় রেলের উন্নয়ন কাজে নিয়োজিত ছিলেন।     খিলক্ষেত থানার ডিউটি অফিসার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাদলের লাশ উদ্ধার করেছে রেল পুলিশ।     প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রেল লাইন অতিক্রম করার সময় চলন্ত ট্রেনে প্রায় কাটা পড়তে যাচ্ছিলেন এক মা ও তার শিশু সন্তান।     এ সময় রেল শ্রমিক বাদল দৌঁড়ে গিয়ে শিশুটির মাকে বাঁচান। তবে শিশুটিকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়েন বাদল। মারা যাওয়ার আগে অবশ্য শিশুটিকেও বাঁচিয়ে যান তিনি।