English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৭ ১৯:১৬

আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করবে হকার্সরা

নিজস্ব প্রতিবেদক
আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করবে হকার্সরা
হকার্সরা

ঢাকা: হকার্স নেতৃবৃন্দ বলেছেন গত ১৫ দিন ব্যবসা করতে না পেরে হকাররা না খেয়ে আছে, মেয়রের কাছে লাখ লাখ হকারের কান্না পৌঁছায় না। তাহলে কি তিনি বিত্তবানদের স্বার্থে কাজ করেন। 

তারা বলেন, এই ঢাকাকে বাসযোগ্য করতে হলে লাখ লাখ হকারকে বাদ দিতে পারবে না।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পুরানা পল্টনের মুক্তিভবনের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়নের মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

নেতৃবৃন্দ আরো বলেন, ফুটপাথের অর্ধেক অংশে হকারদের বসার ব্যবস্থা করতে হবে। সঠিক তালিকা প্রণয়ন হলে তালিকা অনুযায়ী ধীরে ধীরে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তারা বলেন, হকাররা আন্দোলনের মধ্য দিয়ে অধিকার আদায় করবে।

আগামী শুক্রবার ও শনিবার বাংলাদেশ হকার্স ইউনিয়ন বিভিন্ন মহলের সাথে মতবিনিময় করবে এবং আগামী রোববার থেকে আবার লাগাতার বিক্ষোভ কর্মসূচি চলবে।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আব্দুল হাশেম কবীর। বক্তব্য রাখেন হকার নেতা সেকেন্দার হায়াৎ, শফিকুর রহমান বাবুল, হযরত আলী, জসিম উদ্দিন, মঞ্জুর মঈন, দুলাল মিয়া, আব্দুস শহীদ, মো. মজিদ, গোলাপ, দেলোয়ার হোসেন প্রমুখ। সমাবেশ শেষে এক বিশাল মিছিল পুরানা পল্টন থেকে মুক্তাঙ্গন-ফুলবাড়ীয়া-গুলিস্তান-জাতীয় প্রেসক্লাব-কদম ফোয়ারা হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।