English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৭ ১২:০১

বংশালে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে ৩ শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
বংশালে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে ৩ শ্রমিক দগ্ধ

রাজধানীর বংশালের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন। 

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।    দগ্ধরা হলেন- আল আমিন, ওসমান ও আব্দুস সামাদ। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।    ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বার্ন ইউনিটে তিনজনের ভর্তি হওয়ার খবর নিশ্চিত করেছেন।