English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৭ ২৩:৪৪

জিগাতলায় বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
জিগাতলায় বহুতল ভবনে আগুন

ঢাকা: রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ডের কাছে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে জিগাতলার ১৫/জি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। 

হাজারীবাগ থানার এসআই শফিকুল ইসলাম জানান, ওই ভবনটি দ্বিতীয় তলায় সোনালী ব্যাংকের শাখা রয়েছে। এর তিন তলার ইলেকট্রনিকসের দোকানে আগুন লেগেছে। ভেতরে কোনো মানুষ আছে কি না, তাও জানা সম্ভব হয়নি। 

খবর পেয়ে আমাদের ৯টি ইউনিট সেখানে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।