English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৭ ১৫:২৯

এমপি ইলিয়াস মোল্লাহ্'র মায়ের মৃত্যু, জানাজায় মানুষের ঢল

অনলাইন ডেস্ক
এমপি ইলিয়াস মোল্লাহ্'র মায়ের মৃত্যু, জানাজায় মানুষের ঢল
সিটি ক্লাব মাঠে জানাজায় জনতার ঢল

ঢাকা: ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ’র মা আজমা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি...................রাজিউন। 

রোববার সকাল ছয়টায় রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭২) বছর। সাবেক সংসদ সদস্য মরহুম হারুন মোল্লাহ্'র সহধর্মীনী আজমা বেগম মৃত্যুকালে চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মরহুমার নিজ গ্রাম মিরপুর আলুব্দী গ্রাম এবং মিরপুর পল্লবীস্থ সিটি ক্লাব মাঠে দুই দফা জানাজা শেষে তাকে নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় জানাজা ও দাফনে জনতার ঢল নামে।

সিটি ক্লাবে অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা-১৪ আসনের এমপি আসলামুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ঢাকা মহানগর উত্তরের সকল ওয়ার্ড কমিশনারসহ ঢাকা মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও এলাকার সর্বস্তরের জনগণ।মায়ের জানাজার পূর্বে সকলের কাছে মায়ের জন্য দুয়া চাচ্ছেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ। ছবিঃ সাজিদুর রহমান সজিব

জানাজার পূর্ব মুহূর্তে সকলের কাছে মায়ের জন্য দোয়া চান ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ। 

তার মৃত্যুতে মিরপুরের ঐতিহ্যবাহী মোল্লাহ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। চোখে অশ্রু নিয়ে ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেন, ‘যখন বাবা হারিয়েছি তখন ততোটা হারানোর কষ্টটা বুঝিনি। আজ মা হারিয়ে বুঝেছি মা হারানোর কষ্ট কত বেশি। তিনি সকলের কাছে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন।