English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৭ ০১:৪৯

শেওয়াপাড়ায় চার তলা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
শেওয়াপাড়ায় চার তলা ভবনে আগুন

ঢাকা: রাজধানীর পশ্চিম শেওয়াপাড়ায় টেকনিক কোচিং সেন্টারে নামে একটি চারতলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদুল হক জানান, চার তলা ওই ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৫০ মিনিট চেষ্টা করে নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পশ্চিম শেওয়াপাড়ার ওই ভবনের চারতলায় টেকনিক কোচিং সেন্টারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ভবনের আশপাশে পুলিশ অবস্থান নেয়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।