English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৭ ১৮:৪৬

বিএসএমএমইউতে মিছিল-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
বিএসএমএমইউতে মিছিল-সমাবেশ নিষিদ্ধ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সব ধরনের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। নার্স নিয়োগসহ উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টরের মধ্যকার বিবাদ নিয়ে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) চিকিৎসা সেবা বন্ধ করে দু’টি পক্ষের ঘণ্টাব্যাপী মুখোমুখি অবস্থানের কারণে উদ্ভূত পরিস্থিতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেন। পরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন উপাচার্য কামরুল হাসান খান।

তিনি বলেন, চলমান সংকট নিয়ে আমরা নিজেরা বিব্রত। সংকট দুটি নিরসনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বগুড়ায় আছেন। ঢাকায় ফিরে মঙ্গলবার আমাদের সঙ্গে বৈঠক করবেন। আশা করছি সংকট কেটে যাবে।

সংকটের বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, বিএসএমএমইউতে নার্স নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম নিয়ে পরীক্ষার ২০ দিন পর কেউ কেউ প্রশ্ন তুলেছেন। দ্বিতীয় হচ্ছে উপাচার্য, সহ-উপাচার্য দ্বন্দ্ব। দুর্ভাগ্যজনক হলেও বিষয়টি সত্য নয়। আমরা এ বিষয়ে কিছু তথ্য সংগ্রহ করেছি। আপনাদের কাছে এগুলো তুলে ধরব।

গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) অভ্যন্তরীণ এক সভা থেকে বেরিয়ে আসার পথে বিএসএমএমইউ উপাচার্যের বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ আনেন সহ-উপাচার্য এ এস এম জাকারিয়া। এর জের ধরে শনিবার সকাল থেকে বিক্ষোভ করেন চিকিৎসকদের একাংশ।

যদিও বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে সহ-উপাচার্যকে ১৯ জানুয়ারির সভায় উপাচার্য হেনস্তা করেছেন বলে যে খবর বেরিয়েছে, তা মিথ্যা ও ভিত্তিহীন। এই খবর উদ্দেশ্যপ্রণোদিত ও বিশ্ববিদ্যালয়ের জন্য মর্যাদাহানিকর।