English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৭ ১৬:০৭

চকবাজারে ট্রাকের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
চকবাজারে ট্রাকের ধাক্কায় নিহত ২

ঢাকা: রাজধানীর চকবাজারে ট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১টার দিকে চকবাজারের নাজিমউদ্দিন রোডে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুইজন হলেন- সানি (২০) ও আকাশ (২৫)। আহত যুবকের নাম রিপন (২০)। তার সবাই বংশাল মাঠ সংলগ্ন সুইপার কলোনির বাসিন্দা। এ ঘটনায় ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, নাজিমউদ্দিন রোডে আফতাব হোটেলের সামনে রাত ১টার দিকে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইলের তিন আরোহী আহত হন।

তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে দুইজনকে মৃত ঘোষণা করেন।