English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৭ ১২:০৩

'ডিসিসির আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে'

অনলাইন ডেস্ক
'ডিসিসির আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে'

রাজধানীর গুলশান ১ নম্বরে ডিসিসির দুই মার্কেটের আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতিকুর রহমান একথা জানান।

তিনি বলেন, আগুন এখনও সম্পূর্ণ নেভানো যায়নি। আমাদের কর্মীরা কাজ করছে, এখনও পানি দিচ্ছে। স্পট আগুন নেভানোর কাজ করা হচ্ছে। আগুন আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। তবে সম্পূর্ণ আগুন নেভাতে আরও সময় লাগবে।

সোমবার গভীর রাতে লাগা এ আগুনের খবর বেশিরভাগ ব্যবসায়ী জানতে পারেন মঙ্গলবার সকালবেলা। তবে যখনই যিনি জানতে পেরেছেন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসে নিজেদের দোকানের মালপত্র সরানোর চেষ্টা চালিয়েছেন। কিন্তু তার আগেই অনেকের দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার মধ্যরাতেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর মেজর শাকিল নেওয়াজ জানান, মার্কেটের কিছু কিছু স্থানে এখনও স্পট ফায়ার রয়েছে।

তিনি বলেন, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ফায়ার সার্ভিসের কর্মীরা সারারাত ঘটনাস্থলে থাকবেন। তারা দেখবেন, কোনও ধরনের দুর্ঘটনা যেন না ঘটে। ডিসিসি মার্কেটের কাঁচা ও পাকা মার্কেটে ৬ শতাধিক দোকান ছিল। এর মধ্যে আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে। আর পাকা মার্কেটে আগুন একপাশে লাগলেও পরে ধীরে ধরে তা ছড়িয়ে যায় প্রায় সবদিকে। আগুনে প্রায় আড়াইশ দোকান পুরোপুরি পুড়ে গেছে এবং বাকিগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।