English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৬ ১৮:৪৭

রাজধানীতে ১০ হাজার পুলিশ মোতায়েন

অনলাইন ডেস্ক
রাজধানীতে ১০ হাজার পুলিশ মোতায়েন

বাংলাদেশে ইংরেজি নববর্ষ ২০১৭ উপলক্ষে রাজধানীর নিরাপত্তা বাড়াতে ঢাকা ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।আজ শনিবার সন্ধ্যা থেকে আগামীকাল রোববার সকাল ৬টা পর্যন্ত তারা শহরের নিরাপত্তা রাস্তায় টহল দেবে।

ডিএমপি পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বলছেন, থার্টি ফার্স্ট নাইটে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করতেই এতো সংখ্যক পুলিশ নামানো হচ্ছে।

এছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিধিনিষেধ আরোপ করা হয়েছে আতসবাজি ও পটকা ফোটানোর ওপরেও। সন্ধ্যার পর পরিচয়পত্র ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেউ ঢুকতে পারবে না। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী কর্মকর্তা ছাড়া বহিরাগত বাকি সবাইকে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে। গুলশান, বনানী, বারিধারার মতো এলাকায় যেখানে বিদেশিদের রাত ৮টার মধ্যে ওই বাড়িতে ঢুকতে বলা হয়েছে। বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা দেয়া হচ্ছে।

শহরের বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়ে সন্দেহজনক গাড়ি চেক করা হচ্ছে। নগরবাসীর বিনোদন কেন্দ্রের অন্যতম হাতিরঝিলে সন্ধ্যার পর লোকজনের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। রাত ৮টার পর থেকে ঢাকার কোথাও উন্মুক্ত এলাকায় অনুষ্ঠান করা যাবে না।